যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের পর এবার লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন উড়তে দেখা গেছে বলে দাবি করেছে পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা এ দাবি করেছেন। তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি দেখা গেছে, তা তাঁরা সুনির্দিষ্টভাবে বলেননি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ওড়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ের সফর বাতিল করেছেন। আগামীকাল রোববার থেকে তাঁর দুই দিনের চীন সফরের কথা ছিল।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, ‘প্রথম বেলুনটি এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের আকাশ অতিক্রম করে পূর্ব দিকে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এটিকে গুলি করা হচ্ছে না। তবে আজ (শুক্রবার) আমরা আরেকটি বেলুন লাতিন আমেরিকার আকাশে উড়তে দেখেছি। ধারণা করা হচ্ছে, এটিও চীনা নজরদারি বেলুন।’
তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি উড়ছে, তা সুনির্দিষ্টভাবে বলেননি প্যাট রাইডার।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুনকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর চীন সফর বাতিল করেছেন, তখন চীনের পক্ষ থেকে গতকাল দাবি করা হয়েছে, এটি ‘আবহাওয়া পর্যবেক্ষণ’ বেলুন। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই উড়োজাহাজের গতি সীমিত। এটি ‘মনুষ্যহীন বেসামরিক বিমানযান’। বাতাসের কারণে পরিকল্পিত রুট থেকে বিচ্যুত হয়ে পড়েছে। প্রধানত আবহাওয়াসংক্রান্ত উদ্দেশ্যে ও গবেষণায় এটি ব্যবহার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য চীন অনুতপ্ত।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি চীনের কৌশলী নজরদারি বেলুন।
এ ঘটনার পর চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ওয়াং ইয়েকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি মার্কিন সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি নিঃসন্দেহে একটি কাণ্ডজ্ঞানহীন কাজ।
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের পর এবার লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন উড়তে দেখা গেছে বলে দাবি করেছে পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা এ দাবি করেছেন। তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি দেখা গেছে, তা তাঁরা সুনির্দিষ্টভাবে বলেননি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ওড়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ের সফর বাতিল করেছেন। আগামীকাল রোববার থেকে তাঁর দুই দিনের চীন সফরের কথা ছিল।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, ‘প্রথম বেলুনটি এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের আকাশ অতিক্রম করে পূর্ব দিকে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এটিকে গুলি করা হচ্ছে না। তবে আজ (শুক্রবার) আমরা আরেকটি বেলুন লাতিন আমেরিকার আকাশে উড়তে দেখেছি। ধারণা করা হচ্ছে, এটিও চীনা নজরদারি বেলুন।’
তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি উড়ছে, তা সুনির্দিষ্টভাবে বলেননি প্যাট রাইডার।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুনকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর চীন সফর বাতিল করেছেন, তখন চীনের পক্ষ থেকে গতকাল দাবি করা হয়েছে, এটি ‘আবহাওয়া পর্যবেক্ষণ’ বেলুন। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই উড়োজাহাজের গতি সীমিত। এটি ‘মনুষ্যহীন বেসামরিক বিমানযান’। বাতাসের কারণে পরিকল্পিত রুট থেকে বিচ্যুত হয়ে পড়েছে। প্রধানত আবহাওয়াসংক্রান্ত উদ্দেশ্যে ও গবেষণায় এটি ব্যবহার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য চীন অনুতপ্ত।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি চীনের কৌশলী নজরদারি বেলুন।
এ ঘটনার পর চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ওয়াং ইয়েকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি মার্কিন সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি নিঃসন্দেহে একটি কাণ্ডজ্ঞানহীন কাজ।
ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৪২ মিনিট আগেইউরোপজুড়ে ব্যাপক অবনতি হয়েছে দাবদাহ পরিস্থিতি। সবচেয়ে শোচনীয় অবস্থা স্পেনের। তীব্র দাবদাহে দেশটির অন্তত ২০টি স্থানে বড়সড় দাবানলে পুড়ছে একরের পর একর জমি। প্রচণ্ড গরমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরও ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা বাতিল করেছে। এই ভিসা বাতিল করা হয়েছে তাঁর সফর শুরুর কয়েক ঘণ্টা আগে। সিমচা রথম্যান নামে ওই এমপি কট্টর ইহুদিবাদী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করার দাবি জানিয়েছেন ইসরায়েল সরকারের প্রতি। পাশাপাশি তারা যুদ্ধ বন্ধে এক সমন্বিত চুক্তির দাবিও জানিয়েছেন।
২ ঘণ্টা আগে