প্রযুক্তি ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে খুব শিগগির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান মেটা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আবার ফিরতে পারেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করব।’
এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর পর সেই অ্যাকাউন্টগুলো আবার ফিরে পেতে যাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ট্রাম্পের প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।
এদিকে ট্রাম্প তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁর অনুপস্থিতিতে ফেসবুক লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘এমন ঘটনা আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে ঘটা উচিত নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
এরপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি চিঠিতে ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট বলেছিলেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের প্রধান প্রতিযোগী হিসেবে তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া ন্যায়সংগত।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। সেখানে তাঁর ৫০ লাখের কিছু কম অনুসারী রয়েছে।
বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি টুইটারে এখনো সক্রিয় হননি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে খুব শিগগির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান মেটা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আবার ফিরতে পারেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করব।’
এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর পর সেই অ্যাকাউন্টগুলো আবার ফিরে পেতে যাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ট্রাম্পের প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।
এদিকে ট্রাম্প তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁর অনুপস্থিতিতে ফেসবুক লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘এমন ঘটনা আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে ঘটা উচিত নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
এরপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি চিঠিতে ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট বলেছিলেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের প্রধান প্রতিযোগী হিসেবে তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া ন্যায়সংগত।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। সেখানে তাঁর ৫০ লাখের কিছু কম অনুসারী রয়েছে।
বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি টুইটারে এখনো সক্রিয় হননি।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে