প্রযুক্তি ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে খুব শিগগির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান মেটা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আবার ফিরতে পারেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করব।’
এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর পর সেই অ্যাকাউন্টগুলো আবার ফিরে পেতে যাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ট্রাম্পের প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।
এদিকে ট্রাম্প তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁর অনুপস্থিতিতে ফেসবুক লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘এমন ঘটনা আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে ঘটা উচিত নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
এরপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি চিঠিতে ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট বলেছিলেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের প্রধান প্রতিযোগী হিসেবে তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া ন্যায়সংগত।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। সেখানে তাঁর ৫০ লাখের কিছু কম অনুসারী রয়েছে।
বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি টুইটারে এখনো সক্রিয় হননি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে খুব শিগগির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান মেটা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আবার ফিরতে পারেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করব।’
এর আগে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর পর সেই অ্যাকাউন্টগুলো আবার ফিরে পেতে যাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ট্রাম্পের প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।
এদিকে ট্রাম্প তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁর অনুপস্থিতিতে ফেসবুক লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘এমন ঘটনা আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে ঘটা উচিত নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
এরপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি চিঠিতে ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট বলেছিলেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের প্রধান প্রতিযোগী হিসেবে তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া ন্যায়সংগত।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। সেখানে তাঁর ৫০ লাখের কিছু কম অনুসারী রয়েছে।
বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি টুইটারে এখনো সক্রিয় হননি।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩৩ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৩ ঘণ্টা আগে