Ajker Patrika

পুতিন চাইলে কথা বলতে প্রস্তুত বাইডেন 

পুতিন চাইলে কথা বলতে প্রস্তুত বাইডেন 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তাঁর সঙ্গে কথা বলতে ও দ্বিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন।

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সফর করা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাইডেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। এ সময় ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সুরক্ষায় সমর্থন’ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত, যদি সত্যিকার অর্থে তাঁর মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণের আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি।’

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, দেশটি কখনই ইউক্রেনকে অগ্রহণযোগ্য বলে বিবেচিত কোনো আপস করার জন্য অনুরোধ করবে না।

বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক বিবৃতিতে বলেছেন, ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত দেশটির ১০ থেকে ১৩ হাজার সেনার মৃত্যু হয়েছে। মূলত এ বিবৃতির পরিপ্রেক্ষিতে বাইডেন ও মাখোঁ ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন।

ইউক্রেন যুদ্ধ নয় মাস গড়ালেও ইউক্রেন কিংবা রাশিয়া কেউই আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি এবং পদোলিয়াকের সংখ্যাটাও এখন পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলেই বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের এক লাখ করে ইউক্রেন ও রাশিয়ার মোট দুই লাখ সেনা হতাহত হয়েছে। 

এদিকে বুধবার এক ভিডিও ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন দাবি করেন, যুদ্ধে এক লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে সংস্থাটির মুখপাত্র পরে পরিষ্কার করেন, নিহতের সংখ্যাটা ভুল ছিল। আসলে সংখ্যাটা হবে আহত-নিহত দুইটা মিলিয়েই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত