দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ট্রাম্প নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও নিষিদ্ধ করা হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা কর্তৃপক্ষ। অবশ্য গত জানুয়ারিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়ে এখনো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুসারীরা তাঁর সবশেষ পোস্টের কমেন্ট বক্সে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর পরেই ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন।
দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ট্রাম্প নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও নিষিদ্ধ করা হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা কর্তৃপক্ষ। অবশ্য গত জানুয়ারিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়ে এখনো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুসারীরা তাঁর সবশেষ পোস্টের কমেন্ট বক্সে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর পরেই ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১৫ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ দিন আগে