আহা! কী দারুণ দেখতে!
গানও গাইতেন, অভিনয়ও করতেন। একসময় গানের রাজ্যে সম্রাট হয়ে উঠলেন। ফলে ছেড়ে দিলেন অভিনয়। পুরোপুরি প্লেব্যাক আর্টিস্ট হিসেবে তাঁকে পাওয়া গেল। পাওয়া কী আর গেল! যে রকম আমুদে আর খামখেয়ালি তিনি, তাঁকে ধরতে পারা খুব কঠিন। ইচ্ছে হলে গাইছেন, ইচ্ছে না হলে পালিয়ে থাকছেন। পুরো টাকা অগ্রিম না দেওয়া হলে হয়তো রেকর্ড