অচেনা চীনে
প্রতিটি দেশ কিংবা অঞ্চলের নিজস্ব ঘ্রাণ আছে। সে ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে বাতাসে। চীনেরও নিজস্ব ঘ্রাণ আছে। চীন-জাপান প্রথম ও দ্বিতীয় যুদ্ধ, নিজেদের গৃহযুদ্ধ, পশ্চিমি রাজনীতি ও প্রপাগান্ডা—সবকিছুকে সরিয়ে চীনে সমাজতান্ত্রিক সংগ্রাম জয়ী হয়। মার্ক্স-লেনিন-মাওবাদের আঙুল ধরে শুরু হয় নয়াচীনের যাত্রা। অনুর্বর জাতির