উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১৭ ঘণ্টা আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১৯ ঘণ্টা আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
৩ দিন আগে