উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।
ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।
ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল।
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়।
স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের ওহাইওর এক দম্পতি সম্প্রতি এক চমৎকার ঘটনা ঘটিয়েছেন। তাঁরা সন্তান জন্ম দিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন। কারণ, যে ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম হয়েছে তা ওই দম্পতির শুক্রাণু ও ডিম্বাণু থেকে তৈরি হয়নি। মূলত, তাঁরা ৩১ বছর ধরে সংরক্ষণ করে রাখা এক ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম দিয়েছেন।
২ দিন আগে