রোজা থাকলে ক্যানসার কোষ ধ্বংস হয়— জাপানি বিজ্ঞানীর নামে ভুল প্রচার
জীবদেহে ‘অটোফেজি’ প্রক্রিয়া নিয়ে গবেষণা করে ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান জাপানের গবেষক ইয়োশিনোরি ওহশোমি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকাউন্ট ও পেজ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যে, ১২–২৪ ঘণ্টা রোজা রাখলে মানুষের দেহে ‘অটোফেজি’ চালু হয়। এটি ইয়োশিনোরি ওহশোমি আবিষ্কার করেছেন।