Ajker Patrika

জাপানি ডিসকাউন্ট শপ ডাইসোর প্রতিষ্ঠাতা মারা গেছেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৮
জাপানি ডিসকাউন্ট শপ ডাইসোর প্রতিষ্ঠাতা মারা গেছেন

জাপানের বিখ্যাত ডিসকাউন্ট চেইনশপ ডাইসোর প্রতিষ্ঠাতা হিরোতাকে ইয়ানো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১২ ফেব্রুয়ারি মারা যান জাপানি এই ধনকুবের। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি হিরোতাকে ইয়ানো মারা যান। এরই মধ্যে তাঁর পরিবারের কাছে স্বজনদের নিয়ে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। জাপানে তাঁর প্রতিষ্ঠিত চেইনশপ ডাইসো ১০০ ইয়েনের দোকান নামে পরিচিত। কারণ, তাঁর দোকানে ছাড়ের মাধ্যমে ১০০ ইয়েনের বেশি মূল্যের অনেক পণ্যই ১০০ ইয়েন বা তারও কম দামে বিক্রি করা হয়।

ডাইসোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, ডাইসো ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হিরোতাকে ইয়ানো গত সোমবার মারা গেছেন। তাঁর স্মৃতিতে খুব শিগগির একটি স্মরণসভার আয়োজন করা হবে।’

হিরোতাকে ইয়ানো ১৯৬৭ সালে টোকিওর চুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে তিনি তাঁর শ্বশুরের মৎস্য ব্যবসায় যুক্ত হন। কিন্তু কিছুদিন পর তাঁর শ্বশুরের ব্যবসা দেউলিয়া হয়ে যায়। এরপর ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়সে ইয়ানো সোতেন বা ইয়ানো স্টোর নামে প্রথম দোকান চালু করেন।

এর ৫ বছর পর নাম পরিবর্তন করে সোতেনের নাম বদলে ‘ডাইসো’ রাখেন। ডাইসোর অর্থ বড় কিছু তৈরি করা। তাঁর দোকানের বিশেষত্ব হলো, সেখানে মাত্র ১০০ ইয়েনে সব ধরনের পণ্যই পাওয়া যেত দেখে তাঁর এই উদ্যোগ ব্যাপক সাফল্য লাভ করে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করাটা সময়সাপেক্ষ। তাই ইয়ানো ও তাঁর স্ত্রী কাতসুয়ো এ পদ্ধতি অবলম্বন করেন। তাঁর ব্যবসা সফল হওয়ার অন্যতম কারণ ছিল তৎকালীন জাপানের স্থবির অর্থনীতি ও মানুষের ব্যয় কমানোর প্রবণতা।

ইয়ানোর এই ব্যবসায় মডেল বিশ্বব্যাপী সমাদৃত। এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ডাইসোর হাজারখানেক শপ আছে। ২০২৩ সালের শেষ নাগাদ জাপানে ৪ হাজার ৩৬০টি এবং বিশ্বে প্রায় ১ হাজারটি দোকান চালু ছিল। তবে দোকানটির ব্যবসায় নীতিতে সামান্য পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে ডাইসোতে ১০০ ইয়েনের গুণিতকে অনেক পণ্য বিক্রি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত