শুলকবহরের বড় সমস্যা জলাবদ্ধতা
১২.৪ বর্গকিলোমিটার আয়তনের শুলকবহর চট্টগ্রাম সিটি করপোরেশনের বড় ওয়ার্ডগুলোর একটি। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য ও বিনোদনের জন্য এই ওয়ার্ডের ঐতিহ্য ও গুরুত্ব অনেক বেশি। সাড়ে ৬ লাখ বাসিন্দার ওয়ার্ডটির চিরচেনা ভোগান্তির নাম জলাবদ্ধতা। যুগের পর যুগ এই সমস্যা নিয়েই বসবাস এলাকাবাসীর।