মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।
সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’
একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।
সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২১ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে