Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনে ড্রেন খননে নেমেছেন চাষিরা 

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)
জলাবদ্ধতা নিরসনে ড্রেন খননে নেমেছেন চাষিরা 

রাজশাহীর পুঠিয়ায় যত্রতত্র পুকুর খননের কারণে দীর্ঘদিনের জলাবদ্ধতায় ফসলহানি ঘটছে চাষিদের। তাই ফসলি খেত রক্ষা করতে নিজেরাই ড্রেন খনন শুরু করেছেন। তবে কৃষকদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। এদিকে সঠিক সময়ে পানি নিষ্কাশন হলে ১৫ হাজার চাষিদের দুই হাজার হেক্টর জমির ফসল রক্ষা পাবে।

এ বিষয়ে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান বলেন, গত কয়েক বছরে এক শ্রেণির মৎস্য চাষিরা বার্ষিক ইজারায় বেশি টাকার লোভ দেখিয়ে তাদের ফসলি জমি গুলোতে যত্রতত্র ভাবে পুকুর খনন করছে। এতে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। যার ফলে ইউনিয়নের দক্ষিণপাড়া বিল, বাগমারা বিল, ছোট খামাড় বিল, মহনপুর বিল, গোবিন্দনগর বিল ও কান্তার বিলের প্রায় দুই হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। প্রতিবছর চাষিদের ফসলহানি ঘটে। এ বিষয়ে কৃষকেরা বিভিন্ন দপ্তরে অবহিত করেও তেমন কোনো সুফল পায় না। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় চাষিরা মিলে প্রায় দুই শ ৫০ মিটার দৈর্ঘ্যের একটি ড্রেন খনন শুরু করেছেন। 

কাজেম উদ্দীন নামের স্থানীয় একজন চাষি বলেন, পানির কারণে বিলের নিচু এলাকায় কোনো ফসল উৎপাদন হয় না। আবার অতিরিক্ত পানির কারণে উপরিভাগের রোপণকৃত ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক চাষিরা একই জমিতে দুই তিনবার ধান রোপণ করছেন। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি ও বরেন্দ্র অফিসে অবহিত করা হয়েছে। ওই কর্মকর্তারা সম্প্রতি আমাদের জলাবদ্ধতা দেখে গেছেন। এরপর একটি ড্রেন খননে সহায়তা করছেন। স্থানীয় চাষিরা সকলে মিলে ড্রেনটির খনন শুরু করেছেন। আশা করা যায় অল্প কয়েক দিনের মধ্যে বিলগুলোর পানি কমে যাবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমের পানি যাতায়াতের ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। তার মধ্যে বিল এলাকায় অপরিকল্পিত পুকুর খনন করায় পানি প্রবাহের পথও বন্ধ। যার কারণে অতিরিক্ত জলাবদ্ধতায় চাষিদের ফসলহানি ঘটছে। যার কারণে স্থানীয়দের সহায়তায় উপজেলা প্রশাসন গত দুই দিন থেকে একটি ড্রেন খনন কাজ শুরু করেছেন। ফলে ৬টি বিলের পানি বের হওয়ার পথ তৈরি হচ্ছে। আর এতে প্রায় ১৫ হাজার চাষির ফসলি খেত পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত