চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ২৫২ রান
আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ড মানেই যেন ভারতের বিভীষিকা। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ডের দুটি শিরোপাই এসেছে ভারতকে কাঁদিয়ে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত নেমেছে পুরোনো হারের বদলা নিতে।