ক্রীড়া ডেস্ক
না এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম।
প্রথম ম্যাচে না খেললেও পরের ৪ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন রবীন্দ্র। টুর্নামেন্টে তাঁর ওপরে যেতে পারেননি আর কোনো ব্যাটার। পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা। রবীন্দ্র বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি। অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে টুর্নামেন্ট জুড়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ম্যাট হেনরি। যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারার দুঃখ তাঁর রয়েছে। তবে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারেননি কোনো বোলার। ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট ভারতের বরুণ চক্রবর্তীর।
সেরা ব্যাটার
রান ব্যাটার গড় ১০০ / ৫০
২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২ /০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০ /২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১ /০
২২৫ জো রুট ৭৫.০০ ১ /১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১ /১
সেরা বোলার
উইকেট বোলার গড় ৫
১০ ম্যাট হেনরি ১৬.৭০ ১
৯ বরুণ চক্রবর্তী ১৫.১১ ১
৯ মোহাম্মদ শামি ২৫.৮৮ ১
৯ মিচেল স্যান্টনার ২৬.৩৩ ০
৮ মাইকেল ব্রেসওয়েল ২৫.১২ ০
না এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম।
প্রথম ম্যাচে না খেললেও পরের ৪ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন রবীন্দ্র। টুর্নামেন্টে তাঁর ওপরে যেতে পারেননি আর কোনো ব্যাটার। পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা। রবীন্দ্র বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি। অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে টুর্নামেন্ট জুড়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ম্যাট হেনরি। যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারার দুঃখ তাঁর রয়েছে। তবে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারেননি কোনো বোলার। ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট ভারতের বরুণ চক্রবর্তীর।
সেরা ব্যাটার
রান ব্যাটার গড় ১০০ / ৫০
২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২ /০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০ /২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১ /০
২২৫ জো রুট ৭৫.০০ ১ /১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১ /১
সেরা বোলার
উইকেট বোলার গড় ৫
১০ ম্যাট হেনরি ১৬.৭০ ১
৯ বরুণ চক্রবর্তী ১৫.১১ ১
৯ মোহাম্মদ শামি ২৫.৮৮ ১
৯ মিচেল স্যান্টনার ২৬.৩৩ ০
৮ মাইকেল ব্রেসওয়েল ২৫.১২ ০
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৮ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৯ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১০ ঘণ্টা আগে