টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে