নিলামে উঠছে এক লাখ কেজি কমলা, ড্রাগনসহ ৮৭ লট পণ্য
চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া এক লাখ ৬ হাজার কেজি কমলাসহ, ফেব্রিকস, মেশিনারি পণ্য, লেদার ফুট ওয়্যার, ড্রাগন ফল, জুতা নিলামে উঠছে। আগামী বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। এবার মোট ৮৭ লট পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস।