Ajker Patrika

পণ্য নিয়ে জাহাজ আটকা

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
পণ্য নিয়ে জাহাজ আটকা

৮০০ কোটি টাকার রপ্তানি পণ্য নিয়ে আটকে আছে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ হাইয়ান সিটি। ১ হাজার ১৯৫ টিইইউস কনটেইনার রপ্তানি পণ্য এতদিনে চট্টগ্রাম থেকে জাহাজে করে বিদেশি ক্রেতার কাছে পৌঁছার কথা ছিল।

ন্তু কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে ১৪ এপ্রিল বাংলাদেশের পতাকাবাহী অরিয়ন এক্সপ্রেস এই জাহাজকে ধাক্কা দিলে দুর্ঘটনায় পড়ে।

তে জাহাজটি ফুটো হয়ে যায়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাগবোট দিয়ে টেনে কর্ণফুলীর তীরে টেনে নিয়ে আসে। সেই থেকে এখন পর্যন্ত রপ্তানি পণ্যসহ কর্ণফুলী নদীর পাড়ে ড্রাইডক জেটিতে আটকে আছে জাহাজটি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দুর্ঘটনায় কবলিত রপ্তানি পণ্যভর্তি জাহাজটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনায় কবলিত হাইয়ান সিটি জাহাজে ১ হাজার ১৫৯ টিইইউস কনটেইনার রপ্তানি পণ্য ছিল।

জাহাজটিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় টাগবোট দিয়ে টেনে নিরাপদে আনা হয়েছে। এখন মেরামতকাজ চলছে। মেরামত শেষ হলেই রপ্তানি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে যাবে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলছেন, ‘বেসরকারি কনটেইনার ডিপো পর্যন্ত পৌঁছানোই আমাদের দায়িত্ব। সেটি অনটাইমে পৌঁছানো গেলে আমাদের অর্থছাড় পেতে কোনো সমস্যা নেই। আমাদের খুব একটা উদ্বেগের কারণ নেই।’

কর্ণফুলী ড্রাইডক জেটিতে হাইয়ান সিটি জাহাজের মেরামতকাজ করছে প্রান্তিক মেরিন সার্ভিসেস। প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় কবলিত জাহাজটির মেরামতকাজ চলতি মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে। তবে মেরামতকাজটা একটু জটিল। ডুবুরি দিয়ে জাহাজের নিচের অংশ মেরামত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত