স্যামসাং আনল গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রাসহ নতুন ৪ ডিভাইস, দাম ও স্পেসিফিকেশন
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ইভেন্টে একই সঙ্গে চারটি নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং। গতকালের ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন এবং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই–এর বিভিন্ন ফিচার ও ডিজাইন তুলে ধরা হয়।