দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে