দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে