বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে