গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে