গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে