আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২ ঘণ্টা আগে