আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে