Ajker Patrika

শাওমি ১৫ প্রো মডেলের তিনটি রং ফাঁস, জানা গেল আরও ফিচার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২৩: ১৬
শাওমি ১৫ প্রো মডেলের তিনটি রং ফাঁস, জানা গেল আরও ফিচার

চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। 

রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে। 

ডিজাইন 
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে। 

আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে। 

শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন 
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—

পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে। 
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল 
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ 
র‍্যাম: ১৬ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট) 
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং 

অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত