Ajker Patrika

স্যামসাং গ্যালাক্সি এস ২৫–এ থাকবে ১২ জিবি র‍্যাম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১: ০০
গ্যালাক্সি এস ২৪ এর বেস মডেলগুলোতে ৮ জিবি র‍্যাম যুক্ত করেছিল স্যামসাং। ছবি: স্যামসাং
গ্যালাক্সি এস ২৪ এর বেস মডেলগুলোতে ৮ জিবি র‍্যাম যুক্ত করেছিল স্যামসাং। ছবি: স্যামসাং

আগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র‍্যাম থাকবে। এটি এই সিরিজের জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ গ্যালাক্সি এস ২৪ এর বেস মডেলগুলোতে ৮ জিবি র‍্যাম যুক্ত করেছিল স্যামসাং। এ ছাড়া স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস ২৫ স্লিম মডেলটিও এই সিরিজের সঙ্গে চমক হিসেবে উপস্থিত থাকতে পারে।

বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে যে, পুরো গ্যালাক্সি এস ২৫ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট থাকবে। আগে এটি ধারণা করা হয়েছিল যে, শুধু গ্যালাক্সি এস ২৫ আলট্রা মডেলটিতে ১৬ জিবি র‍্যাম থাকবে যেমনটি গ্যালাক্সি এস ২০ আলট্রা এবং এস ২১ আলট্রার ক্ষেত্রে দেখা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে যে, স্যামসাং সম্ভবত এস ২৫ সিরিজের স্ট্যান্ডার্ড বা বেস মডেলগুলোতেও র‍্যামের পরিমাণ বাড়িয়ে দেবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনলাইন তথ্য ফাঁসকারী বা টিপস্টার জুকানলোসরভ বলেন, স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এবং এস ২৫+ মডেলগুলোতে ১২ জিবি র‍্যাম থাকতে পারে। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি স্যামসাংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। কারণ কোম্পানিটি ঐতিহ্যগতভাবে তার স্ট্যান্ডার্ড মডেলগুলোতে ৮ জিবি র‍্যাম দেয়। অন্যদিকে ইতিমধ্যে ২৪ জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতারা।

২০২২ এবং তার পরবর্তী সময়ে গ্যালাক্সি এআইসহ অন্যান্য ফিচার যুক্ত হয়েছে স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোনগুলোতে। তাই ফোনগুলোতে আরও বেশি র‍্যামের প্রয়োজন হতে পারে। ১২ জিবি র‍্যাম আসন্ন গ্যালাক্সি এস ২৫ সিরিজের সাধারণ মডেলগুলোতে ফোনগুলোতে বড় সুবিধা দেবে। কারণ এটি ফোনগুলোর অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফাংশন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য পর্যাপ্ত র‍্যাম থাকবে।

গিকবেঞ্চের (জনপ্রিয় বেঞ্চমার্কিং টুল যা স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, বা অন্যান্য ডিভাইসের পারফরম্যান্স পরীক্ষা করতে ব্যবহৃত হয়) কোরীয় গ্যালাক্সি এস ২৫ মডেল এর উপস্থিতির মাধ্যমে এই সমস্ত তথ্য প্রকাশ পায়। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ চিপসেট এবং ১২ জিবি র‍্যাম দেখা গেছে। এই তথ্য ইঙ্গিত দেয় যে, স্যামসাং সম্ভবত গ্যালাক্সি এস ২৫ সিরিজের সব মডেলে একই প্রসেসর ব্যবহার করবে, সব বাজারে একই পারফরম্যান্স থাকবে।

গ্যালাক্সি এস ২৫ কোরীয় মডেল-এর গিকবেঞ্চ স্কোর ছিল ২ হাজার ৪৮১ সিঙ্গেল-কোর এবং ৮ হাজার ৬৫৮ মাল্টি-কোর।

সফটওয়্যার দিক থেকে, গ্যালাক্সি এস ২৫ সিরিজ-এর অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭.১ আপডেট সহ আসার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: নিওউন, গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত