গুগল, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের কোটি কোটি সিকিউরিটি কোড ফাঁস
গুগল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টিকটকের মতো অ্যাপগুলোর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক এবং টু–ফ্যাক্টর–অথেনটিকেশনসহ কোটি কোটি কোটি সিকিউরিটি কোড ফাঁস হয়েছে। এক নিরাপত্তা গবেষক সম্প্রতি এমন একটি অনিরাপদ ডেটাবেজ আবিষ্কার করেছেন, যেটি যে কেউ সহজেই খুঁজে পেতে পারেন।