আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে।
ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন।
যা যা লাগবে
১. জিমেইল অ্যাকাউন্ট
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন।
জেমিনির মাধ্যমে ইমেইলে ড্রাফট করবেন যেভাবে
১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন। ২. হেল্প মি রাইট বাটনটি ক্লিক করুন বা ট্যাপ করুন। ইমেইলটি কী বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, তা স্পষ্টভাবে টাইপ করে নির্দেশনা দিন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এরপর জেমিনি নির্দেশনা অনুযায়ী আপনাকে ইমেইল লিখে দেবে।
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন।
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়। শর্টেন: ইমেইলটি ছোট করতে এই অপশন ব্যবহার করা যাবে।
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে।
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে।
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে।
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন।
জেমিনি দিয়ে তৈরি ইমেইল নিয়ে নিজের মতামতও ‘টেল আস মোর বা ফিডব্যাক’ অপশনে দেওয়া যাবে। তবে এটি ইমেইল সেন্ড করার আগেই দিতে হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে জেমিনি নিজের দক্ষতা বাড়াতে পারে। বিস্তারিত মতামতের মাধ্যমে জেমিনির প্রতিনিয়ত বিকাশ ঘটবে। সময়ের সাথে সাথে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে খাপ খাবে জেমিনি। বারবার জেমিনি ব্যবহার করার ফলে এটি ইমেইল তৈরি ও পরিমার্জন করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে।
ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন।
যা যা লাগবে
১. জিমেইল অ্যাকাউন্ট
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন।
জেমিনির মাধ্যমে ইমেইলে ড্রাফট করবেন যেভাবে
১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন। ২. হেল্প মি রাইট বাটনটি ক্লিক করুন বা ট্যাপ করুন। ইমেইলটি কী বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, তা স্পষ্টভাবে টাইপ করে নির্দেশনা দিন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এরপর জেমিনি নির্দেশনা অনুযায়ী আপনাকে ইমেইল লিখে দেবে।
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন।
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়। শর্টেন: ইমেইলটি ছোট করতে এই অপশন ব্যবহার করা যাবে।
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে।
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে।
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে।
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন।
জেমিনি দিয়ে তৈরি ইমেইল নিয়ে নিজের মতামতও ‘টেল আস মোর বা ফিডব্যাক’ অপশনে দেওয়া যাবে। তবে এটি ইমেইল সেন্ড করার আগেই দিতে হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে জেমিনি নিজের দক্ষতা বাড়াতে পারে। বিস্তারিত মতামতের মাধ্যমে জেমিনির প্রতিনিয়ত বিকাশ ঘটবে। সময়ের সাথে সাথে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে খাপ খাবে জেমিনি। বারবার জেমিনি ব্যবহার করার ফলে এটি ইমেইল তৈরি ও পরিমার্জন করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে