আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর সহজ করার জন্য কাজ করছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) অনুযায়ী ইইউর ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনছে কোম্পানিটি। আইন অনুযায়ী, ইতিমধ্যে থার্ড পার্টি ব্রাউজার ও অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা দিয়েছে দিয়েছে অ্যাপল।
অ্যাপলের নথিতে দেখা যায়, সাফারি ব্রাউজার ছাড়াও অন্যান্য ব্রাউজার ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে। আর ডিভাইস পরিবর্তনের সময় আইফোন থেকে অ্যান্ড্রয়েডের ডেটা স্থানান্তরের কাজটিকে আরও সহজ করা হবে। এটি ২০২৪ সালের শেষ দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে চালু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা আইওএসে ডিফল্ট ন্যাভিগেশন অ্যাপ পরিবর্তনের সুবিধাও পাবে। এই সুবিধা ২০২৫ সালের মার্চের দিকে চালু করা হতে পারে।
তবে ফিচারগুলো পরবর্তীতে বিশ্বব্যাপী উন্মোচন করা হবে নাকি তা নথিতে উল্লেখ করা হয়নি। তবে কোম্পানির এসব পরিবর্তনের সিদ্ধান্ত ডিএমএ আইনের জন্য করা হচ্ছে।
অ্যাপলের নথিতে বলা হয়, ফোনের ডেটা স্থানান্তর ফিচারকে এই কোম্পানি ‘সমাধান’ হিসেবে তুলে ধরেছে। এটি আইফোন থেকে নন-অ্যাপল ফোনে ডেটা স্থানান্তরকে আরও সহজ করে তুলবে। অন্যান্য কোম্পানিগুলোর মাইগ্রেশন টুলের ওপর ভিত্তি করে টুলটি তৈরি করা হবে।
ডেটা স্থানান্তরের জন্য গুগলের ‘সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ’ রয়েছে। এর মাধ্যমে ছবি, ভিডিও, কনটাক্ট, অ্যাপ, টেক্সট ও নোটের মতো ডেটাগুলো আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর করা যাবে।
তবে গুগলের এই সুবিধা পেইড অ্যাপ ডেটা, সাফারি বুকমার্ক ও অ্যালার্মের জন্য কাজ করে না। এজন্য অ্যাপলের ডেটা স্থানান্তরের ফিচার এসব ডেটাও স্থানান্তর করতে পারবে।
নতুন আইওএস ১৭.৪ আপডেটে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা দিয়েছে অ্যাপল।
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর সহজ করার জন্য কাজ করছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) অনুযায়ী ইইউর ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনছে কোম্পানিটি। আইন অনুযায়ী, ইতিমধ্যে থার্ড পার্টি ব্রাউজার ও অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা দিয়েছে দিয়েছে অ্যাপল।
অ্যাপলের নথিতে দেখা যায়, সাফারি ব্রাউজার ছাড়াও অন্যান্য ব্রাউজার ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে। আর ডিভাইস পরিবর্তনের সময় আইফোন থেকে অ্যান্ড্রয়েডের ডেটা স্থানান্তরের কাজটিকে আরও সহজ করা হবে। এটি ২০২৪ সালের শেষ দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে চালু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা আইওএসে ডিফল্ট ন্যাভিগেশন অ্যাপ পরিবর্তনের সুবিধাও পাবে। এই সুবিধা ২০২৫ সালের মার্চের দিকে চালু করা হতে পারে।
তবে ফিচারগুলো পরবর্তীতে বিশ্বব্যাপী উন্মোচন করা হবে নাকি তা নথিতে উল্লেখ করা হয়নি। তবে কোম্পানির এসব পরিবর্তনের সিদ্ধান্ত ডিএমএ আইনের জন্য করা হচ্ছে।
অ্যাপলের নথিতে বলা হয়, ফোনের ডেটা স্থানান্তর ফিচারকে এই কোম্পানি ‘সমাধান’ হিসেবে তুলে ধরেছে। এটি আইফোন থেকে নন-অ্যাপল ফোনে ডেটা স্থানান্তরকে আরও সহজ করে তুলবে। অন্যান্য কোম্পানিগুলোর মাইগ্রেশন টুলের ওপর ভিত্তি করে টুলটি তৈরি করা হবে।
ডেটা স্থানান্তরের জন্য গুগলের ‘সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ’ রয়েছে। এর মাধ্যমে ছবি, ভিডিও, কনটাক্ট, অ্যাপ, টেক্সট ও নোটের মতো ডেটাগুলো আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর করা যাবে।
তবে গুগলের এই সুবিধা পেইড অ্যাপ ডেটা, সাফারি বুকমার্ক ও অ্যালার্মের জন্য কাজ করে না। এজন্য অ্যাপলের ডেটা স্থানান্তরের ফিচার এসব ডেটাও স্থানান্তর করতে পারবে।
নতুন আইওএস ১৭.৪ আপডেটে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা দিয়েছে অ্যাপল।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে