অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে