নতুন আইওএস ১৮ আপডেটে গুগলে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করতে পারে অ্যাপল। এই নিয়ে দুই কোম্পানির মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান।
এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে গুরম্যান বলেন, দুই কোম্পানি ‘সক্রিয় আলোচনা’ করছে। আইওএসের ১৮ এর এআই ফিচারের জন্য গুগলের লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারের লাইসেন্স নিয়ে এই আলোচনা করা হচ্ছে।
তথ্য সূত্র বলছে, ‘দুই পক্ষ একটি এআই চুক্তির শর্তাবলি ও ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয়নি বা এটি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করেনি।
এই বছরের শেষের দিকে আইওএস ১৮ প্রকাশের পাশাপাশি অ্যাপল তার আইফোন অপারেটিং সিস্টেমে বড় নতুন এআই ক্ষমতা নিয়ে আসছে বলে গুজব রয়েছে। গুরম্যানের মতে, অ্যাপল এমন ফিচারের ওপর জোর দিচ্ছে যা ডিভাইসে কাজ করে ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
ক্লাউড-ভিত্তিক জেনারেটিভ এআই ফিচারগুলোকে শক্তি দিতে (যেমন নির্দেশনা অনুযায়ী চিত্র তৈরি ও টেক্সট তৈরির ক্ষমতা) অ্যাপল এমন একটি অংশীদার খুঁজছে যার প্রয়োজনীয় বড় আকারের হার্ডওয়্যার অবকাঠামো ও গণনা করার ক্ষমতা ইতিমধ্যেই রয়েছে।
এর আগে গুরম্যান বলেন, অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি ‘অ্যাপল জিপিটি’ প্রতিদ্বন্দ্বী পরীক্ষা করছে যা ওপেনএআইয়ের এর চ্যাটজিপিটির এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোম্পানিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ‘অ্যাজেক্স’ ফ্রেমওয়ার্কও ডিজাইন করছে। এআই গবেষণায় অ্যাপল প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে বলে জানা গেছে।
প্রযুক্তিটি এখনো গুগল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের টুলগুলোর মতো উন্নত নয়। তাই এই অংশীদার করার অ্যাপলে জন্য ভালো বিকল্প হয়।
যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে অন্য একটি জেনারেটিভ এআই কোম্পানির কাছে যেতে পারে অ্যাপল।
অ্যাপল ডিভাইসে সাফারি ব্রাউজারে তার সার্চ ইঞ্জিনকে ডিফল্ট বিকল্প রাখার জন্য গুগল কয়েক বছর ধরে অ্যাপলকে বিলিয়ন ডলার প্রদান করেছে। বিদ্যমান চুক্তিটি নিয়ে যাচাই বাছাই করছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও ইউরোপীয় কমিশন।
প্রযুক্তি ওয়েবসাইট ইনফরমেশন ও বিশ্লেষক জেফ পু উভয়ই দাবি করে, ২০২৪ সালের শেষের দিকে আইফোন ও আইপ্যাডে জেনারেটিভ এআই ফিচার থাকবে। তবে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও আগস্টে বলেছিলেন ২০২৪ সালে জেনারেটিভ এআই প্রযুক্তি আসার ‘কোন লক্ষন’ নেই।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
নতুন আইওএস ১৮ আপডেটে গুগলে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করতে পারে অ্যাপল। এই নিয়ে দুই কোম্পানির মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান।
এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে গুরম্যান বলেন, দুই কোম্পানি ‘সক্রিয় আলোচনা’ করছে। আইওএসের ১৮ এর এআই ফিচারের জন্য গুগলের লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারের লাইসেন্স নিয়ে এই আলোচনা করা হচ্ছে।
তথ্য সূত্র বলছে, ‘দুই পক্ষ একটি এআই চুক্তির শর্তাবলি ও ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয়নি বা এটি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করেনি।
এই বছরের শেষের দিকে আইওএস ১৮ প্রকাশের পাশাপাশি অ্যাপল তার আইফোন অপারেটিং সিস্টেমে বড় নতুন এআই ক্ষমতা নিয়ে আসছে বলে গুজব রয়েছে। গুরম্যানের মতে, অ্যাপল এমন ফিচারের ওপর জোর দিচ্ছে যা ডিভাইসে কাজ করে ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
ক্লাউড-ভিত্তিক জেনারেটিভ এআই ফিচারগুলোকে শক্তি দিতে (যেমন নির্দেশনা অনুযায়ী চিত্র তৈরি ও টেক্সট তৈরির ক্ষমতা) অ্যাপল এমন একটি অংশীদার খুঁজছে যার প্রয়োজনীয় বড় আকারের হার্ডওয়্যার অবকাঠামো ও গণনা করার ক্ষমতা ইতিমধ্যেই রয়েছে।
এর আগে গুরম্যান বলেন, অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি ‘অ্যাপল জিপিটি’ প্রতিদ্বন্দ্বী পরীক্ষা করছে যা ওপেনএআইয়ের এর চ্যাটজিপিটির এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোম্পানিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ‘অ্যাজেক্স’ ফ্রেমওয়ার্কও ডিজাইন করছে। এআই গবেষণায় অ্যাপল প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে বলে জানা গেছে।
প্রযুক্তিটি এখনো গুগল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের টুলগুলোর মতো উন্নত নয়। তাই এই অংশীদার করার অ্যাপলে জন্য ভালো বিকল্প হয়।
যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে অন্য একটি জেনারেটিভ এআই কোম্পানির কাছে যেতে পারে অ্যাপল।
অ্যাপল ডিভাইসে সাফারি ব্রাউজারে তার সার্চ ইঞ্জিনকে ডিফল্ট বিকল্প রাখার জন্য গুগল কয়েক বছর ধরে অ্যাপলকে বিলিয়ন ডলার প্রদান করেছে। বিদ্যমান চুক্তিটি নিয়ে যাচাই বাছাই করছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও ইউরোপীয় কমিশন।
প্রযুক্তি ওয়েবসাইট ইনফরমেশন ও বিশ্লেষক জেফ পু উভয়ই দাবি করে, ২০২৪ সালের শেষের দিকে আইফোন ও আইপ্যাডে জেনারেটিভ এআই ফিচার থাকবে। তবে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও আগস্টে বলেছিলেন ২০২৪ সালে জেনারেটিভ এআই প্রযুক্তি আসার ‘কোন লক্ষন’ নেই।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে