গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে