গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে...
১ ঘণ্টা আগেআয় করার মাধ্যম হিসেবে টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন অনেকেই। বড় তারকা না হলেও টিকটকে আয় করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে ও সঠিক পরিকল্পনা থাকলে সাধারণ কনটেন্ট ক্রিয়েটরও প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন—তাও কোনো পণ্য বানানো বা বিক্রি না করেই!
২ ঘণ্টা আগেফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১৮ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১৯ ঘণ্টা আগে