গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১০ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১০ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১০ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে