রোনালদোর অবিশ্বাস্য গোল মিস, বিদায়ঘণ্টা বাজল আল নাসরের
একটু আশা, একটু হতাশা—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গত রাতটা ছিল এমনই। গোলের সহজ সুযোগ যেমন হাতছাড়া করেছেন, তেমনি গোলও করেছেন। শেষ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল মিসটাই যে আল নাসরের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।