ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকবেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবু পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। ৫-২ গোলের জয়ে নতুন বছরের শুরুটা পর্তুগিজদের জন্য হয়েছে দুর্দান্ত।
চলতি বছরে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর পাশাপাশি হোয়াও কানসেলো, হোয়াও ফেলিক্সের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়।সুইডেনের আগেই ম্যাচে গোলের দেখা পায় পর্তুগাল। ২৪ মিনিটে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার।
শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস নুনিয়েজ। এরপর ৪৫ মিনিটে পর্তুগিজদের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ফার্নান্দেজকে গোল করতে সহায়তা করেছেন নেলসন সেমেদো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পর্তুগিজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় নামায় পর্তুগাল। ৪৬ মিনিটে লিয়াওয়ের বদলে নামেন ব্রুমা। এই ব্রুমা ৫৭ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন। ব্রুমাকে অ্যাসিস্টে করেন ফার্নান্দেজ। ৫৮ মিনিটে ব্যবধান কমান সুইডেনের স্ট্রাইকার ভিক্টোর গিওকেরেস। খুব দ্রুতই ব্যবধান ৫-১ করে পর্তুগাল। ৬১ মিনিটে সেমেদোর অ্যাসিস্টে গোল করেন গনসালো রামোস। এরপর ৯০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার গুস্তাভ নিলসনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সু্ইডেনের বিপক্ষে পর্তুগাল ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকবেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবু পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। ৫-২ গোলের জয়ে নতুন বছরের শুরুটা পর্তুগিজদের জন্য হয়েছে দুর্দান্ত।
চলতি বছরে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর পাশাপাশি হোয়াও কানসেলো, হোয়াও ফেলিক্সের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়।সুইডেনের আগেই ম্যাচে গোলের দেখা পায় পর্তুগাল। ২৪ মিনিটে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার।
শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস নুনিয়েজ। এরপর ৪৫ মিনিটে পর্তুগিজদের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ফার্নান্দেজকে গোল করতে সহায়তা করেছেন নেলসন সেমেদো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পর্তুগিজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় নামায় পর্তুগাল। ৪৬ মিনিটে লিয়াওয়ের বদলে নামেন ব্রুমা। এই ব্রুমা ৫৭ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন। ব্রুমাকে অ্যাসিস্টে করেন ফার্নান্দেজ। ৫৮ মিনিটে ব্যবধান কমান সুইডেনের স্ট্রাইকার ভিক্টোর গিওকেরেস। খুব দ্রুতই ব্যবধান ৫-১ করে পর্তুগাল। ৬১ মিনিটে সেমেদোর অ্যাসিস্টে গোল করেন গনসালো রামোস। এরপর ৯০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার গুস্তাভ নিলসনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সু্ইডেনের বিপক্ষে পর্তুগাল ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয়ে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে