সমালোচনার জবাব পারফরম্যান্সে দিতেই পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। আল খালিজের বিপক্ষে সৌদি প্রো লিগে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। তাঁকে নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করেন। একই প্রতিপক্ষের বিপক্ষে গত রাতে করলেন জোড়া গোল। তাঁর দল আল নাসর উঠে গেল কিংস কাপের ফাইনালে।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে হয়েছে আল নাসর-আল খালিজ কিংস কাপের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে আল নাসর বেশ দাপট দেখিয়ে খেলে। আল খালিজকে ৩-১ গোলে উড়িয়ে দেয় তারা। ৫৯ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর শট নেয় ১২টি। ম্যাচে আল নাসর জিতলেও পরিসংখ্যানই বলে দিচ্ছে, আল খালিজের গোলরক্ষক কতটা দুর্দান্ত ছিলেন। অন্যদিকে আল খালিজ বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্যে তারা করে ২টি শট।
আল নাসর গোলমুখ খোলে ম্যাচের ১৭ মিনিটে। দলটির স্ট্রাইকার আল ইয়াহিয়া প্রথমে পাস দেন রোনালদোকে। রোনালদোর শট প্রথমে ক্লিয়ার করতে যান আল খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিক। এরপর দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে জড়ান রোনালদো।
ম্যাচে দ্বিতীয় গোল হয় ৩১ মিনিটে। ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আল নাসর। বেশির ভাগ সময় পেনাল্টি নিতে রোনালদোকে এগিয়ে আসতে দেখা যায় ঠিকই। তবে এবার পেনাল্টি নেন সাদিও মানে। স্পটকিক থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান তিন গুণ করে। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। প্রথমবার তাঁর শট ব্যর্থ হলেও ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। ৮২ মিনিটে আল খালিজের ব্যবধান কমানো গোলটি করেন ফাওয়াজ আল তোরাইস।
পেনাল্টি নিলে হয়তো রোনালদোর ক্যারিয়ারে যোগ হতো আরও এক হ্যাটট্রিক। সেটা না হলেও দলের দুর্দান্ত জয়ে অবদান রাখতে পেরে তিনি যে উচ্ছ্বসিত, তা বোঝা গেছে ম্যাচ শেষে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দেন, ‘কিংস কাপের ফাইনাল। চলো এগিয়ে যাই।’
কিংস কাপের আরেক সেমিফাইনালে গত পরশু মুখোমুখি হয় আল ইত্তিহাদ ও আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। ২৫ ও ৮১ মিনিটে আল হিলালের গোল ২টি করেন মাইকেল ও সৌদ আবদুল হামিদ। ৬৭ মিনিটে গোল করেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড আবদেল রাজ্জাক হামদাল্লাহ।
সমালোচনার জবাব পারফরম্যান্সে দিতেই পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। আল খালিজের বিপক্ষে সৌদি প্রো লিগে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। তাঁকে নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করেন। একই প্রতিপক্ষের বিপক্ষে গত রাতে করলেন জোড়া গোল। তাঁর দল আল নাসর উঠে গেল কিংস কাপের ফাইনালে।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে হয়েছে আল নাসর-আল খালিজ কিংস কাপের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে আল নাসর বেশ দাপট দেখিয়ে খেলে। আল খালিজকে ৩-১ গোলে উড়িয়ে দেয় তারা। ৫৯ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর শট নেয় ১২টি। ম্যাচে আল নাসর জিতলেও পরিসংখ্যানই বলে দিচ্ছে, আল খালিজের গোলরক্ষক কতটা দুর্দান্ত ছিলেন। অন্যদিকে আল খালিজ বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্যে তারা করে ২টি শট।
আল নাসর গোলমুখ খোলে ম্যাচের ১৭ মিনিটে। দলটির স্ট্রাইকার আল ইয়াহিয়া প্রথমে পাস দেন রোনালদোকে। রোনালদোর শট প্রথমে ক্লিয়ার করতে যান আল খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিক। এরপর দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে জড়ান রোনালদো।
ম্যাচে দ্বিতীয় গোল হয় ৩১ মিনিটে। ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আল নাসর। বেশির ভাগ সময় পেনাল্টি নিতে রোনালদোকে এগিয়ে আসতে দেখা যায় ঠিকই। তবে এবার পেনাল্টি নেন সাদিও মানে। স্পটকিক থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান তিন গুণ করে। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। প্রথমবার তাঁর শট ব্যর্থ হলেও ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। ৮২ মিনিটে আল খালিজের ব্যবধান কমানো গোলটি করেন ফাওয়াজ আল তোরাইস।
পেনাল্টি নিলে হয়তো রোনালদোর ক্যারিয়ারে যোগ হতো আরও এক হ্যাটট্রিক। সেটা না হলেও দলের দুর্দান্ত জয়ে অবদান রাখতে পেরে তিনি যে উচ্ছ্বসিত, তা বোঝা গেছে ম্যাচ শেষে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দেন, ‘কিংস কাপের ফাইনাল। চলো এগিয়ে যাই।’
কিংস কাপের আরেক সেমিফাইনালে গত পরশু মুখোমুখি হয় আল ইত্তিহাদ ও আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। ২৫ ও ৮১ মিনিটে আল হিলালের গোল ২টি করেন মাইকেল ও সৌদ আবদুল হামিদ। ৬৭ মিনিটে গোল করেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড আবদেল রাজ্জাক হামদাল্লাহ।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে