আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে