আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে