আল নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ গোল নিয়ে সৌদি প্রো লিগে বর্তমানে সর্বোচ্চ গোলদাতাও সিআর সেভেন। কিন্তু ছন্দটা জাতীয় দলের হয়ে এখনই দেখাতে পারছেন না তিনি।
আসলে রোনালদো পারবেন কী করে? সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডেই যে নেই তিনি। কোচ রবার্তো মার্তিনেজ যে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীকে বাদ দিয়েছেন তেমনটা অবশ্য নয়। ইএসপিএনের তথ্য অনুযায়ী, প্রীতি ম্যাচ থেকে নিজেই নাম সরিয়ে নিয়েছেন রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চান বলেই তাদের প্রতিবেদনে জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যমটি।
রোনালদোর চাওয়াতেই হয়তো ২৪ সদস্যের স্কোয়াডে আল নাসর তারকাকে রাখেনি মার্তিনেজ। যদিও তাঁকে বাদ দেওয়ার বিষয়ে এটাই মূল কারণ কিনা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পর্তুগাল ফুটবল ফেডারেশন। মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে অবশ্য ছিলেন ৩৯ বছর বয়সী তারকা। সেই তালিকা থেকে আরও বাদ গেছেন ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা এবং হোয়াও ফিলিক্স।
আগামী ২২ মার্চ রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। সেদিন রোনালদোকে পর্তুগাল না পেলেও পরের ম্যাচে পাবে বলে জানা গেছে। ২৭ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। সেদিনই ক্লাব ফুটবলের ছন্দটা দেখানোর সুযোগ পাবেন পর্তুগালের অধিনায়ক।
আল নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ গোল নিয়ে সৌদি প্রো লিগে বর্তমানে সর্বোচ্চ গোলদাতাও সিআর সেভেন। কিন্তু ছন্দটা জাতীয় দলের হয়ে এখনই দেখাতে পারছেন না তিনি।
আসলে রোনালদো পারবেন কী করে? সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডেই যে নেই তিনি। কোচ রবার্তো মার্তিনেজ যে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীকে বাদ দিয়েছেন তেমনটা অবশ্য নয়। ইএসপিএনের তথ্য অনুযায়ী, প্রীতি ম্যাচ থেকে নিজেই নাম সরিয়ে নিয়েছেন রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চান বলেই তাদের প্রতিবেদনে জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যমটি।
রোনালদোর চাওয়াতেই হয়তো ২৪ সদস্যের স্কোয়াডে আল নাসর তারকাকে রাখেনি মার্তিনেজ। যদিও তাঁকে বাদ দেওয়ার বিষয়ে এটাই মূল কারণ কিনা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পর্তুগাল ফুটবল ফেডারেশন। মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে অবশ্য ছিলেন ৩৯ বছর বয়সী তারকা। সেই তালিকা থেকে আরও বাদ গেছেন ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা এবং হোয়াও ফিলিক্স।
আগামী ২২ মার্চ রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। সেদিন রোনালদোকে পর্তুগাল না পেলেও পরের ম্যাচে পাবে বলে জানা গেছে। ২৭ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। সেদিনই ক্লাব ফুটবলের ছন্দটা দেখানোর সুযোগ পাবেন পর্তুগালের অধিনায়ক।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে