Ajker Patrika

দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৯: ০৩
দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

সময়টা দারুণ কাটছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বশেষ দুই ম্যাচের আগে টানা দুই হ্যাটট্রিক পেয়েছিলেন তিনি। পর্তুগিজ তারকার এমন আনন্দঘন মুহূর্তের সময় গতকালের রাতটা দুঃস্বপ্নের মতো কেটেছে। আল হিলালের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছেন তিনি। 

তাঁর শাস্তিস্বরূপ লাল কার্ড মাঠেই দেখেছেন রোনালদো। কিন্তু এবার আরও বড় শাস্তি পেতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে জানিয়েছে সৌদি আরবে সংবাদমাধ্যম আল রিয়াদিয়া। 

শুধু নিষেধাজ্ঞাতেই পার পাবেন না রোনালদো, জরিমানাও গুনতে হতে পারে পর্তুগালের অধিনায়ককে। ‘অসম্মানজনক আচরণ’ করেছেন বলে ম্যাচ রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি তাঁর প্রতিবেদনে তুলে ধরেছেন বলে এক সূত্র জানিয়েছে সংবাদমাধ্যমটিকে। আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহিকে আঘাত করার সময় ‘মাত্রাতিরিক্ত শক্তি’ প্রয়োগ করেছেন রোনালদো এমনটি প্রতিবেদনে জানিয়েছেন রেফারি। সঙ্গে টানেল দিয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারির সিদ্ধান্ত না মেনে তর্কে জড়িয়ে পড়েন বলেও জানিয়েছেন আল হুওয়াশি। 

যার শাস্তি হিসেবে রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করতে পারে সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। দুই ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা জরিমানাও গুনতে হতে পারে ‘সিআর সেভেনকে’। যদি সংবাদমাধ্যমটির কথা সত্যি হয় তাহলে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বার নিষিদ্ধ হবেন তিনি। 

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। আল শাবাবের বিপক্ষে এক ম্যাচে সমর্থকেরা ‘মেসি মেসি’ চিৎকার করায় আপত্তিকর অঙ্গভঙ্গি করেন রোনালদো। গতকালও নিজের রাগকে সংবরণ করতে পারেননি তিনি। ম্যাচের ৮৬তম মিনিটে বল থ্রোর সময় আলবুলাইহি তাঁর গতিপথ রোধ করলে রোনালদো কনুই দিয়ে আঘাত করেন। সৌদি সুপার কাপের সেমিফাইনালে গতকাল তাঁর দল আল নাসর ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত