বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
৫ মিনিট আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৪১ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে