বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে