শেষ সময়ের অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা
ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।