নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।
এদিকে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই অপেক্ষা করছেন শেষ সময়ের। শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা কমতে পারে ভেবে অনেক ক্রেতাই একটু সময় নিয়ে কেনার চেষ্টা করছেন। আবার বিক্রেতারাও দাম হাঁকিয়ে অপেক্ষা করছেন সর্বোচ্চ দামে বিক্রির। শুক্রবার রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন হাট এবং ধোলাইখাল হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই হাটগুলোতে রয়েছে প্রচুর ক্রেতার সমাগম। পশুর বিক্রিও ছিল পর্যাপ্ত। বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন অনেক। ১ লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আবার দেড় লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ২ লাখের বেশি। দেখা গেছে, একই আকারের বা ওজনের গরু কেউ কিনছেন ৮৫-৯০ হাজারে, আবার কেউ কিনছেন ১ লাখ টাকায়। একই আকারের গরু কেউ কিনছেন ৬০ হাজার টাকায়, আবার কেউ কিনছেন ৭০-৭৫ হাজার টাকায়।
ধোলাইখাল হাটে ব্যবসায়ী আনিছুর রহমান জানান, হাটে গত দুই দিন পশু বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছ। সাতক্ষীরা থেকে দুই ট্রাকে করে ২১টি গরু এনেছি। এর মধ্যে গত তিন দিনে মাত্র চারটি গরু বিক্রি হলেও আজ শুক্রবার সকালেই বিক্রি হয়েছে পাঁচটি গরু। তিনি আশা করছেন আজ এবং আগামীকাল মিলিয়ে তাঁর সব গরুই বিক্রি হয়ে যাবে।
গেন্ডারিয়া থেকে হাটে গরু কিনতে আসা সরকারি চাকরিজীবী মজিবুল হক জানান, ছুটির দিন হওয়াতে আজ সকালেই হাটে এসেছেন তিনি। এর মধ্যে কয়েকটি গরুর দর দাম করলেও কেনার জন্য কিছুটা অপেক্ষা করছেন। তিনি বলেন, সারা দিন দেখি দাম কেমন ওঠা নামা করে। সন্ধ্যার পর কিনে ফেলব।
ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।
এদিকে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই অপেক্ষা করছেন শেষ সময়ের। শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা কমতে পারে ভেবে অনেক ক্রেতাই একটু সময় নিয়ে কেনার চেষ্টা করছেন। আবার বিক্রেতারাও দাম হাঁকিয়ে অপেক্ষা করছেন সর্বোচ্চ দামে বিক্রির। শুক্রবার রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন হাট এবং ধোলাইখাল হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই হাটগুলোতে রয়েছে প্রচুর ক্রেতার সমাগম। পশুর বিক্রিও ছিল পর্যাপ্ত। বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন অনেক। ১ লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আবার দেড় লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ২ লাখের বেশি। দেখা গেছে, একই আকারের বা ওজনের গরু কেউ কিনছেন ৮৫-৯০ হাজারে, আবার কেউ কিনছেন ১ লাখ টাকায়। একই আকারের গরু কেউ কিনছেন ৬০ হাজার টাকায়, আবার কেউ কিনছেন ৭০-৭৫ হাজার টাকায়।
ধোলাইখাল হাটে ব্যবসায়ী আনিছুর রহমান জানান, হাটে গত দুই দিন পশু বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছ। সাতক্ষীরা থেকে দুই ট্রাকে করে ২১টি গরু এনেছি। এর মধ্যে গত তিন দিনে মাত্র চারটি গরু বিক্রি হলেও আজ শুক্রবার সকালেই বিক্রি হয়েছে পাঁচটি গরু। তিনি আশা করছেন আজ এবং আগামীকাল মিলিয়ে তাঁর সব গরুই বিক্রি হয়ে যাবে।
গেন্ডারিয়া থেকে হাটে গরু কিনতে আসা সরকারি চাকরিজীবী মজিবুল হক জানান, ছুটির দিন হওয়াতে আজ সকালেই হাটে এসেছেন তিনি। এর মধ্যে কয়েকটি গরুর দর দাম করলেও কেনার জন্য কিছুটা অপেক্ষা করছেন। তিনি বলেন, সারা দিন দেখি দাম কেমন ওঠা নামা করে। সন্ধ্যার পর কিনে ফেলব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে