নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।
এদিকে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই অপেক্ষা করছেন শেষ সময়ের। শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা কমতে পারে ভেবে অনেক ক্রেতাই একটু সময় নিয়ে কেনার চেষ্টা করছেন। আবার বিক্রেতারাও দাম হাঁকিয়ে অপেক্ষা করছেন সর্বোচ্চ দামে বিক্রির। শুক্রবার রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন হাট এবং ধোলাইখাল হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই হাটগুলোতে রয়েছে প্রচুর ক্রেতার সমাগম। পশুর বিক্রিও ছিল পর্যাপ্ত। বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন অনেক। ১ লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আবার দেড় লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ২ লাখের বেশি। দেখা গেছে, একই আকারের বা ওজনের গরু কেউ কিনছেন ৮৫-৯০ হাজারে, আবার কেউ কিনছেন ১ লাখ টাকায়। একই আকারের গরু কেউ কিনছেন ৬০ হাজার টাকায়, আবার কেউ কিনছেন ৭০-৭৫ হাজার টাকায়।
ধোলাইখাল হাটে ব্যবসায়ী আনিছুর রহমান জানান, হাটে গত দুই দিন পশু বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছ। সাতক্ষীরা থেকে দুই ট্রাকে করে ২১টি গরু এনেছি। এর মধ্যে গত তিন দিনে মাত্র চারটি গরু বিক্রি হলেও আজ শুক্রবার সকালেই বিক্রি হয়েছে পাঁচটি গরু। তিনি আশা করছেন আজ এবং আগামীকাল মিলিয়ে তাঁর সব গরুই বিক্রি হয়ে যাবে।
গেন্ডারিয়া থেকে হাটে গরু কিনতে আসা সরকারি চাকরিজীবী মজিবুল হক জানান, ছুটির দিন হওয়াতে আজ সকালেই হাটে এসেছেন তিনি। এর মধ্যে কয়েকটি গরুর দর দাম করলেও কেনার জন্য কিছুটা অপেক্ষা করছেন। তিনি বলেন, সারা দিন দেখি দাম কেমন ওঠা নামা করে। সন্ধ্যার পর কিনে ফেলব।
ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।
এদিকে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই অপেক্ষা করছেন শেষ সময়ের। শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা কমতে পারে ভেবে অনেক ক্রেতাই একটু সময় নিয়ে কেনার চেষ্টা করছেন। আবার বিক্রেতারাও দাম হাঁকিয়ে অপেক্ষা করছেন সর্বোচ্চ দামে বিক্রির। শুক্রবার রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন হাট এবং ধোলাইখাল হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই হাটগুলোতে রয়েছে প্রচুর ক্রেতার সমাগম। পশুর বিক্রিও ছিল পর্যাপ্ত। বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন অনেক। ১ লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আবার দেড় লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ২ লাখের বেশি। দেখা গেছে, একই আকারের বা ওজনের গরু কেউ কিনছেন ৮৫-৯০ হাজারে, আবার কেউ কিনছেন ১ লাখ টাকায়। একই আকারের গরু কেউ কিনছেন ৬০ হাজার টাকায়, আবার কেউ কিনছেন ৭০-৭৫ হাজার টাকায়।
ধোলাইখাল হাটে ব্যবসায়ী আনিছুর রহমান জানান, হাটে গত দুই দিন পশু বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছ। সাতক্ষীরা থেকে দুই ট্রাকে করে ২১টি গরু এনেছি। এর মধ্যে গত তিন দিনে মাত্র চারটি গরু বিক্রি হলেও আজ শুক্রবার সকালেই বিক্রি হয়েছে পাঁচটি গরু। তিনি আশা করছেন আজ এবং আগামীকাল মিলিয়ে তাঁর সব গরুই বিক্রি হয়ে যাবে।
গেন্ডারিয়া থেকে হাটে গরু কিনতে আসা সরকারি চাকরিজীবী মজিবুল হক জানান, ছুটির দিন হওয়াতে আজ সকালেই হাটে এসেছেন তিনি। এর মধ্যে কয়েকটি গরুর দর দাম করলেও কেনার জন্য কিছুটা অপেক্ষা করছেন। তিনি বলেন, সারা দিন দেখি দাম কেমন ওঠা নামা করে। সন্ধ্যার পর কিনে ফেলব।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১২ ঘণ্টা আগে