মারুফ কিবরিয়া, ঢাকা
রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’
রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১১ মিনিট আগে