নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে