Ajker Patrika

অখুশি ক্রেতা, হাসি বিক্রেতার

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৩: ৫৯
অখুশি ক্রেতা, হাসি বিক্রেতার

মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনে রোদ-বৃষ্টির মধ্যেই চলছে হাটের বেচাকেনা। ক্রেতার সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্ত খামারিদের মুখেও হাসি ফুটেছে।

জানা গেছে, মাদারীপুরে অন্তত শতাধিক স্থানে পশুর হাট বসেছে। মাদারীপুর সদরের চরমুগরিয়া, মস্তফাপুর, হাউসদী, রাজারহাট, নতুন রাজারহাট, মাদ্রা, আচমত আলী ব্রিজের নিচে, ঝাউদী; কালকিনি উপজেলার খাসেরহাট, ভূরঘাটা, ডাসার, খালেকেরহাট; শিবচর উপজেলার উৎরাইল, নিলখী, কাঁঠালবাড়ী, দাদা ভাই উপশহর, দত্তপাড়া ও রাজৈর উপজেলার টেকেরহাট, হোসেনপুর, মাদেন্দ্রী, পাইকপাড়া, আমগ্রামসহ জেলার ছোট-বড় মিলে শতাধিক স্থানে কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঈদ উপলক্ষে অস্থায়ীভাবে কিছু হাট বসানো হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, গত দুই-তিন দিনের চেয়ে বৃহস্পতিবার নতুন রাজারহাটে গরুর দাম ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। গত বুধবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার টাকা, সেই গরু ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি।

এইচ এম সোহাগ নামে এক খামারি বলেন, ‘দুই বছর ধরে করোনা পরিস্থিতি মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। গত বছর আমার খামার থেকে ২৮টি গরু বিক্রি হয়েছিল। এবার সেখানে মাত্র ১৬টি। যাঁরা একাই একটি পশু কোরবানি করতেন, এবার তাঁরা ভাগে কোরবানি দিচ্ছেন। প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।’

টেকেরহাট পশুর হাটে গিয়ে দেখা গেছে, দেশি গরুতে বাজার সয়লাব। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া সর্বনিম্ন ৭০-৮০ হাজার টাকায়ও মিলছে গরু। হাটজুড়ে গরু আর গরু। তবে ক্রেতাও বাড়ছে। শেষ মুহূর্তে কেনাবেচাও বেশি হচ্ছে। এদিকে ছাগল বিক্রি তুলনামূলক কম হচ্ছে।

মাদারীপুর পৌর শহরের সুমন হোটেল এলাকার শফিক স্বপন বলেন, ‘১০০ কেজি ওজনের গরু কিনতে ৭০-৭৫ হাজার টাকা গুনতে হয়েছে। অথচ সেই গরুর দাম গত বছর ছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এ বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। তা-ও ভাগাভাগি করে একটি গরু ১ লাখ ২৬ হাজার টাকা দিয়ে কিনেছি। শেষ মুহূর্তে গরু যেমন বেশি, তেমনি দামও বেশি। তাই শেষেই কিনলাম।’

মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, মাদারীপুরে কোরবানির ঈদ উপলক্ষে ৬৭ হাজার ৮২৫টি গরু প্রস্তুত রয়েছে। আর খামারি রয়েছেন ২১ হাজার ২৭৫। ছাগলের সংখ্যা ২ হাজার ১১০টি। গত বছর পশুর সংখ্যা ছিল ৫৯ হাজার। এবার চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে ৫ হাজার ৩৩০টি। কোরবানির জন্য ক্রেতারা যাতে সুস্থ সবল পশু পেতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আগে থেকেই খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। হাটগুলোতে প্রাণিসম্পদ বিভাগের চারজনের মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রশাসনও কাজ করছে। জাল নোট শনাক্তের জন্য ব্যাংকের লোকজন হাটগুলোতে থাকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত