মাথা ঠান্ডা রেখে খেলার পরামর্শ জাভির
জয়ের ধারাবাহিকতায় কীভাবে ফিরতে হয়, সেটা বার্সেলোনার ভালোই জানা। লা লিগায় গতকাল অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ জিতেছে কাতালানরা। তবু এই ম্যাচ থেকে ভুল খুঁজে বের করলেন কোচ জাভি হার্নান্দেজ। শিষ্যদের শান্ত হয়ে খেলার পরামর্শ দিলেন জাভি।