জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২ ঘণ্টা আগে