জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে