ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা।
গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।
আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা।
গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।
আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে