দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে