রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।
রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৭ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
২ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে