ইউরোপীয় ফুটবলে চলতি মৌসুমে ঢালাওভাবে হয়েছে কোচ ছাঁটাই। বাদ যায়নি বায়ার্ন মিউনিখও। লোথার ম্যাথ্যুসের মতে, কোচ পরিবর্তন বায়ার্নের জন্য ভালো কিছু হয়নি।
এ বছরের মার্চ মাসে বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হুলিয়ান নাগলসমান। এরপর টমাস টুখেলকে কোচ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে টুখেলের অধীনে খেই হারানো শুরু করে জার্মান এই ক্লাবটি। তাঁর অধীনে ১১ ম্যাচ খেলে জিতেছে ৫ ম্যাচ, ড্র করেছে ২ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, ডিএফবি পোকাল কাপ-দুটো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া। এই দুটো টুর্নামেন্টের নক আউট পর্বে বায়ার্ন উঠেছিল নাগলসমানের অধীনেই।
টুখেলের অধীনে বায়ার্নের হতশ্রী পারফরম্যান্সের কথাই উল্লেখ করেছেন ম্যাথ্যুস। ১৯৯০ বিশ্বকাপজয়ী ফুটবলার জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে বলেন, ‘কোচ পরিবর্তনের আগে অবশ্য অনেক ভুল হয়েছে, যার ফলেই এই অবস্থা। তবে যে দলটা নাগলসমানের অধীনে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল, তারা এখন টুখেলের অধীনে বাজে খেলছে। দল এতটাই শক্তিশালী যে এই দল নিয়ে আপনি চ্যাম্পিয়ন হতে পারতেন। টুখেলের সংবাদ সম্মেলনে বেশ অবাক হচ্ছি আমি। দলের পাশে দাঁড়ানোর পরিবর্তে সে সবসময় বলে, সবকিছু কত কঠিন এবং কোন জিনিসগুলো কাজ করে না।’
আজই নিশ্চিত হবে ২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শিরোপা। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বায়ার্ন। ডর্টমুন্ড খেলবে মেইঞ্জের বিপক্ষে। আর বায়ার্নের প্রতিপক্ষ কোলন। ডর্টমুন্ড জিতলে তারাই চ্যাম্পিয়ন। আর বায়ার্নের টানা ১১ বুন্দেসলিগা জিততে হলে হারতে হবে ডর্টমুন্ডকে।
ইউরোপীয় ফুটবলে চলতি মৌসুমে ঢালাওভাবে হয়েছে কোচ ছাঁটাই। বাদ যায়নি বায়ার্ন মিউনিখও। লোথার ম্যাথ্যুসের মতে, কোচ পরিবর্তন বায়ার্নের জন্য ভালো কিছু হয়নি।
এ বছরের মার্চ মাসে বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হুলিয়ান নাগলসমান। এরপর টমাস টুখেলকে কোচ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে টুখেলের অধীনে খেই হারানো শুরু করে জার্মান এই ক্লাবটি। তাঁর অধীনে ১১ ম্যাচ খেলে জিতেছে ৫ ম্যাচ, ড্র করেছে ২ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, ডিএফবি পোকাল কাপ-দুটো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া। এই দুটো টুর্নামেন্টের নক আউট পর্বে বায়ার্ন উঠেছিল নাগলসমানের অধীনেই।
টুখেলের অধীনে বায়ার্নের হতশ্রী পারফরম্যান্সের কথাই উল্লেখ করেছেন ম্যাথ্যুস। ১৯৯০ বিশ্বকাপজয়ী ফুটবলার জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে বলেন, ‘কোচ পরিবর্তনের আগে অবশ্য অনেক ভুল হয়েছে, যার ফলেই এই অবস্থা। তবে যে দলটা নাগলসমানের অধীনে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল, তারা এখন টুখেলের অধীনে বাজে খেলছে। দল এতটাই শক্তিশালী যে এই দল নিয়ে আপনি চ্যাম্পিয়ন হতে পারতেন। টুখেলের সংবাদ সম্মেলনে বেশ অবাক হচ্ছি আমি। দলের পাশে দাঁড়ানোর পরিবর্তে সে সবসময় বলে, সবকিছু কত কঠিন এবং কোন জিনিসগুলো কাজ করে না।’
আজই নিশ্চিত হবে ২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শিরোপা। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বায়ার্ন। ডর্টমুন্ড খেলবে মেইঞ্জের বিপক্ষে। আর বায়ার্নের প্রতিপক্ষ কোলন। ডর্টমুন্ড জিতলে তারাই চ্যাম্পিয়ন। আর বায়ার্নের টানা ১১ বুন্দেসলিগা জিততে হলে হারতে হবে ডর্টমুন্ডকে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে