লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে